নুহার প্রথম সাইকেল

আমার ছোট্ট নুহা। আমার ভাইয়ার একমাত্র রাজকুমারী। আসছে ২৮ শে নভেম্বর- তাঁর পাঁচ পূর্ণ হবে। আমার এই মিষ্টি মাম-মামের জন্য একটি সাইকেল কিনেছি। যদিও সে এখনও দেখেনি। কারণ সে এখন ঢাকাতে নেই। চলে আসবে শীঘ্রই। সাইকেলটি কিনতে পেরে আমি নিজেই যারপর নাই আনন্দিত, সেখানে নুহা দেখলে কী করবে? ওঁর এক্সপ্রেশন কেমন হবে? আমি এসব ভেবেই অভিভূত। এ এক অন্যরকম অনুভূতি। জীবনে প্রথম বাচ্চাদের সাইকেল কিনেছি। অনেক সাহস নিয়ে। কেনার আগে কত সাত-পাঁচ চিন্তা হচ্ছিল যে, এই ঠকবো নাকি জিতবো এইসব, কিন্তু কেনার পর মনে হয়েছে জিতেছিই। সত্যি কথা, আমি আবেগে ভেসেই গিয়েছি এই সাইকেল দেখে। এতো সুন্দর, কিউট একটা সাইকেল। 😍
সাইকেলটি বংশাল থেকে কিনেছি। সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি মাথায় নিয়েই এ দোকান থেকে ও দোকান ঘুরে ঘুরে কিনেছি। শেষে সাইকেলকে রিকশায় চড়িয়ে বাসায় নিয়ে আসছিলাম। তারিখটি ছিল- ১০ অক্টোবর, ২০১৯।

No comments

Powered by Blogger.