It's vs Its

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা সচরাচর কমবেশি সবারই ব্যবহারে সমস্যা হয়ে থাকে। কিন্তু আজকের পর থেকে আর সমস্যা হবে না আশা করছি।

প্রথমেই জেনে নেই, it's এর মানে কী? দেখেই বোঝা যাচ্ছে- it's = it is. যার বাংলা করলে দাঁড়ায় 'ইহা'। একটা উদারহরণ দিচ্ছি- It's a beautiful flower. অর্থাৎ, ইহা একটি সুন্দর ফুল। 

এবার বলি- its এর মানে কী? 'its' এর বাংলা 'ইহার'। যেরকম আমরা বলি- আমার, তোমার, তাহার ইত্যাদি। আর একটু পরিষ্কার করে বললে দাঁড়ায়-- flower's- ফুলের অর্থাৎ, flower's = its. উদাহরণ- It's a beautiful flower. Its color is Red. অর্থাৎ, ইহা একটি ফুল। ইহার রং লাল।

মানুষের ক্ষেত্রে আমরা his, her বলি। আমার ক্ষেত্রে my বলি। ঠিক এখানেও এরকমটা বুঝিয়েছি। ফুল, ফল, পশু-পাখি ইত্যাদির ক্ষেত্রে its হবে অর্থাৎ, ইহার। 



আরও কিছু উদাহরণ নিম্নরূপ--- 

১। The cat (it's) is ugly. Its (The cat's) color is black. 

২। Strawberry (it's) is tasty. Its (Strawberry's) taste is sweet and sour.  

৩। It's a beautiful car in the world. Its name is LAMBORGHINI

আশা করি পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। 

2 comments:

  1. অসাধারণ ম্যাম। কোরা থেকে সাইট লিংক পেয়ে ভিজিট করলাম। সিএসসি ইঞ্জিনিয়ারের বাস্তব প্রতিফলন । 😮

    ReplyDelete

Powered by Blogger.